এই সত্যে উচ্চারিত

দুলাল সরকার

 

প্রকৃতি-প্রদত্ত এই পৃথিবীর সব ফুল না হারিয়ে

নিজস্ব সৌষ্ঠব … বিশ্বাস ভঙের সব সম্ভাবনা

যখন উড়িয়ে দিয়ে দাঁড়াবে তোমার পাশে মানববান্ধব

সব বৃক্ষ মুক্তমনে তোমাকে দেখাবে নীল ঠোঁট,

নতুন শাড়ির ভাঁজ, অবিকৃত ছায়ারা এসে হাত ধরে যখন দাঁড়াবে …

কুমারী পাখির কণ্ঠে এখনো যে-গান বাজে তা তোমার গৃহীত

বৈপস্নবিক পরিবর্তনে নতুন মাত্রা জোগাবে;

 

সর্বমানব হিতে নতুন জোয়ারজলে ভেসে যাবে পুরান দেয়াল

দিক্ষিত বিবেকমন্ত্রে অচলায়তন ভেঙে রুদ্ধ কপাট,

অস্ত্র ব্যবসায়ে মগ্ন সে-সভ্যতা

শ্যামল পৃথিবী হয়ে দাঁড়াবে এসে তোমার নিকটে,

 

জীবনের ক্ষয় রোধে মুক্ত পথেরা এসে

মিলবে মিলাবে চিত্ত ক্ষতহীন এ-পৃথিবী

কেড়ে নেওয়া শোষিতের গ্রাস, দেবতারা লুকাবে কোথাও

এই সত্যে উচ্চারিত নববর্ষে যাত্রারম্ভ হোক।