একই সমান্তরালে

মুহাম্মদ আশরাফুল হক

আমি যদি বলি ভালোবাসি
একই সমান্তরালে
একটি সত্যি একটি মিথ্যে
লুকিয়ে থাকে ওতে।

আমি ভালোবাসি সত্যি
নিজেকে, জীবনকে
আমি ভালোবাসি
জৈবিক তাড়না থেকে,
ভালোবাসি
শৈল্পিক বাসনায় পূর্ণ
কামনা থেকে।
আমি ভালোবাসি নারী, প্রকৃতি
আগুন, জল, পৃথিবী।
এসবেরই মাঝে আমি
নিজেকে খুঁজে পাই,
নিজ পূর্ণতার জন্যে হলেও
শুরু একবার
আমার তোমাকে চাই।

আমি মিথ্যেই ভালোবাসি
তোমাকে,
মিথ্যে করেই ভালোবাসি
যাপিত জীবন, তথাকথিত স্ট্যাটাস
মিথ্যে করেই বহন করি
তোমার লোভ ঘৃণা অসারতা,
মিথ্যেই বাড়তে থাকে
সম্পর্কের আয়ু
পকেট খরচ ফোনের বিল, ইতিহাস, সভ্যতা।
তবু আমি ভালোবেসেছি
মেনে নিয়েছি সমস্ত অসারতা
ভ্রান্তি, তোমার সব অপূর্ণতা।
তোমার এই মিথ্যে পূর্ণতা সাথে নিয়েও
এই জীবন বেশ কেটে যেতে পারে।