একটি অচল পদ্য

শাহজাহান হাফিজ

বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে; বঙ্গদেশে এখন গ্রীষ্মকাল।
লোকায়ত দর্শন পড়ছি, একা বসে; ঝরছে মহাকাশ।

ভালোবাসি ভূগোল আমি; ভালোবাসি রাষ্ট্রতত্ত্ব-কথা।
রোদ উঠছে, তাপ বাড়ছে; দিবসজুড়ে আসছে নীরবতা।

জল ঝরছে, নদী ভরছে; বঙ্গদেশে এখন বর্ষাকাল।
ভ্রমণে যাবো, দেশ দেখবো একা-একা, আমি হরিদাস পাল।

ভালোবাসি বনতত্ত্ব, কীটতত্ত্ব, এমনকি অ্যারাবিয়ান নাইট।
মানুষ আমি অতি সামান্য; পাঁচ ফুটের মতো আমার হাইট।

জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে; রাজনীতি-দূষণের হচ্ছে খুবই চাষ।
কাব্যকলা ভালোবাসি আমি; করি আমি বঙ্গদেশে বাস।