একটি ঐতিহাসিক উপপাদ্য

শারদুল সজল

বন্ধুত্ব বাঁচিয়ে রাখা যায় না
এসো, শত্রু হয়ে উঠি।

লিটন লিটমাসে উদ্ধৃতি উপপাদ্য : বন্ধুদহন-
আগুনের জল খেয়ে আমরা যারা পৃথিবীর বিপরীত স্রোতে
ভাসমান – নিমজ্জিত;

শত্র“লগ্ন পাহাড়ের পিঠে অদ্ভুত অন্ধকার যাদের করেছে
গ্রাস; তাদের ভেতর পৃষ্ঠার ফটোকপিতে
ঈশ্বর কাঁদেন; কেঁদে ওঠে শিলাবৃষ্টির পাথর
ভূগর্ভস্থ ৭০ ফিট মাটিস্তন জলের ফোয়ারা

বন্ধু আসক্তির মুদ্রিতমায়ায় হিসেব না জেনে আমরা যারা
রক্তাক্ত পাখি আত্মা –
আগুন বন্দনার পিরামিড
তাদের ভাঙা পৃথিবীর জোছনায় ভাসে
অঙ্কুরোদ্গমের শীতল হাওয়া

বন্ধু, ভালো থাকিস…