একটি গ্রাম

(সৈয়দ আতিকুল আলম, প্রীতিভাজনেষু)
হাফিজ রশিদ খান

পরিপাটি গ্রাম
তোমার কী নাম
সবুজ-চিকন ঘাসে-ঘাসে ফুল
সূর্যালোকে চকচকে পরেছ সুন্দর দুল
তোমার কোমল ঝোপে ঘুঘু ডাকে
শীতের সকালে এক চিলতে রোদের ভিড়ে
মা ও শিশুরা কাছাকাছি থাকে
কোনোদিন তোমাকে দেখিনি আগে এই গ্রহে
ধূসর দোচালা ঘরের কিনারে ম্রিয়মাণ দহে
তুমি কি আগেও ছিলে
মানুষের হাসিকান্না, জীবনযাপনে মিলে

দেখলাম তুমি হাসছ ভীষণ বিরুদ্ধ বাতাসে
পর্যটকের দোআড়ি গায়ে ওরা আসে

তোমাকে দেখতে তাই
মমতার আঁচ নিয়ে আমিও দাঁড়াই …