একটি প্রেমের কবিতা

আফরোজা সোমা

একটি প্রেমের কবিতা আমি

লিখে ফেলব একদিন

এই ভেবে অনেক দুপুর

গড়িয়ে যায় বিকেলের দিকে

অনেক ঘুঘুর ডাকের ভেতর

দুধের সরের মতন

গাঢ় হতে থাকে অনেক ক্রন্দন।

একটি প্রেমের কবিতার কথা ভেবে

আমার খুবই সুখবোধ হয়

কাকের কালো পাখার দিকে চেয়ে

বুকের ভেতর আমার

বড্ড মায়া জেগে ওঠে।

একটি প্রেমের কবিতা

একদিন দূরগ্রামে

ধানকাটা ক্ষেতের আলে

আমার গলা জড়িয়ে ধরে বসেছিল

শৈশবের অবোধ বন্ধুর মতন

সেই কবিতা আমি

আজ এইক্ষণে

লিখে ফেলব, ভাবি।

একটি প্রেমের কবিতা

লিখে ফেলব একদিন

এই ভেবে কবিতাটা তুলে রাখি

সে আমার গোপন কবচ

আমাকে বাঁচিয়ে রাখে;

তাই আমি লিখি না কবিতা প্রকাশের ভারে প্রেম মরে যেতে পারে।