একটুকরো ছন্দ- ৫

শাফায়াত সোপান

এখানে রয়েছে চায়ের কাপের ধোঁয়া
পরিচিত প্রেমে পরিচিত হাত ছোঁয়া;
এখানে তো নেই বাঁচবার দিনগুলি,
এখানে রয়েছে স্বপ্ন ভাঙার ঋণ।

এখানে বোধহয় শেকড় শুকোনো মানা
পাখাদুটো ফেলে ডালপালা মেলে পাখি
এখানে বোধহয় জীবনের প্রতিবাদে
ঘোরলাগা চোখ মানুষের প্রতিদিন।

এখানে এখন সংসার করা মানা
সোডিয়াম লাইট বিষাদের কথা বলে;
রিক্ত দু’চোখে রক্তের ঘ্রাণ এঁকে-
অমাবস্যারা জ্যোৎস্না-আল্পনা হীন।

আমাকে বোধহয় ভালোবাসলেও হতো,
একখানা সুতো দুইটি আঙুলে মিলে –
এলোমেলো এক শাব্দিক পৃথিবীতে,
আমাকে বোধহয় ভালোবাসি বলা যেত।