একাকী চরের ভিতর

হারিসুল হক

একাকী চরের ভিতর একজোড়া ক্ষুধিত সিগ্যাল
ঘাই মারে ঠিক যেন মনের ভিতর। ঠিক যেন মনের ভিতর
থেকে খুঁড়ে পাওয়া ধূসর স্মারক, ছিন্নপ্রায় ভূর্জপত্র – দুষ্পাঠ্য তবু বোঝা যায়
বেশ বোঝা যায়। হঠাৎ চরের মাঝে জেগে ওঠা নির্জন নারকেল গাছ –
ওটাই কি স্মৃতি-প্রতিমা?
হয়তোবা

হয়তোবা সাগরের কূল ছেপে দুর্দান্ত ছাতিম এক দাঁড়িয়ে একা
এতোটাই কাঙাল সে – জোড় হাতে কৃপা চেয়ে ভীষণ নাকাল
হয়তোবা –

জীবনের চরা ছেয়ে কিছু হাত, কিছু চাওয়া, না পাওয়ার কিছু কিছু হরিৎ বৃতি
কেবলই বাড়ে ছাতিমের মতো, নারকেল গাছের মতো, হতোদ্যম বটের মতো
সে কথা কি সাগরের জানা আছে নাকি
শরীরের আয়তন তার কতখানি জুড়ে জলা কি তা বোঝে
পৃথিবীর দুইভাগ জুড়ে যার তুমুল স্ফীতি সে কি সেটা জানে

হয়তোবা জানে কিংবা বুঝেও বোঝে না
সিগ্যালের মতো অন্ত্যক্ষরণের মতো – যার খোঁজ কেউ রাখে না

হাউসবোট, কচি, ২২/১১/১৬