এতোটা সরল তুমি (অমৃত মাইতি বন্ধুবরেষু)

মুহম্মদ নূরুল হুদা

এতোটা সরল তুমি এতোটা সহজ
এতোটা ভনিতাহীন এতো অভিমানী
ধর্মাধর্মে আস্থাহীন, স্থির কর্মধ্যানী,
তর্কসূত্রে গড়ে নাও অভেদের ঘর :
মানুষ-পতঙ্গ-ঘাস কেউ নয় পর।

মাটিকে আদর করে ডাকো তুমি ‘মা’
আগুন যদিও দাহ্য, বলো অগ্নিদেব,
জলের সান্নিধ্যে তুমি করো গঙ্গাøান :
সর্বভূতে লীন হতে তবে কার ভয়?
: এ মহাবিশ্বের মতো ব্যক্তিও অক্ষয়।

তোমার সারল্য দেখে জমেছে প্রতীতি
মানুষেরা স্বতঃশ্চল, নেই তার যতি।

ব্যক্তি যদি পরিচয়ে নয় অমানুষ,
মানুষ করে না কোনো মানুষের ক্ষতি।

অকারণ যতি দেখে কে থামায় চলা?
পুরুষ লাঙল-ফলা, রমণী সুফলা।