এভাবেই গল্পের শুরু

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

 

এভাবেই গল্পের শুরু

যখন বাতাস স্পর্শ করো পানি স্পর্শ করো

তখন একসঙ্গে পাখিগুলি জেগে ওঠে।

 

দিনটা আস্তে আস্তে অন্ধকারের দিকে যায়

তারপর সন্ধ্যা তারপর রাত।

অন্ধকারের শিল্প যারা করেছেন তাদের অন্যতম রামব্রান্ডট

আমি রামব্রান্ডটের কাজ ভাবতে ভাবতে তোমার কথা ভাবি।

 

এভাবেই শুরু হয় ভালোবাসার গল্প

 

গাংচিল সমুদ্রের দিকে উড়ে যায়

গাংচিল পাড়ের দিকে উড়ে যায়

সূর্যাস্ত জাহাজে করে সকল আলো তুলে নিয়ে যায়

আমি রামব্রান্ডটের মতো অন্ধকারে তোমার ভালোবাসা

খুঁজতে খুঁজতে জাহাজের পিছন পিছন যাই।

 

আমাদের হৃদয় কিছুতেই মূর্ত না

রামব্রান্ডট অন্ধকারকে শিল্প করেছেন

আর আমরাও ভালোবাসাকে শিল্প করেছি।

 

এভাবেই শুরু হয় ভালোবাসা এভাবেই একসঙ্গে পাখিগুলি জেগে ওঠে

 

তুমি আমাকে ভালোবাসতে শুরু করো আমি তোমাকে ভালোবাসতে শুরু করি

এভাবেই গল্পের শুরু। এভাবেই পাখির ডাকাডাকি।