ওহে, তোমরা

রফিক উল ইসলাম

 

কারবালার প্রান্তর থেকে যে-বাতাস

ছুটে আসে লোকালয়ের দিকে, তার অন্তরে

পিপাসার আত্মা লেগে থাকে। সেই পিপাসায়

আমি তো সামান্য বারি, আমাকে খুন করতে পারো,

এমন ছুরি তোমাদের হাতে নেই! আমাকে শুষে নিতে পারো

এমন আলিঙ্গনও নেই তোমাদের!

 

ওহে, তোমরা, পুরো আকাশ তোমাদের চোখে

বসিয়ে নেওয়ার আগে, আমার জন্যেও

দু-এক ফালি রেখো। কারবালার প্রান্তর থেকে

ছুটে আসা বাতাস

যেন সেই আকাশে বৃষ্টি ঝরাতে পারে।

 

আমাদের সব সকালবেলার গান

আমাদের সব বিকেলবেলার পথ

পিপাসায়, পিপাসায়…