কলিঙ্গ যুদ্ধ

হাফিজ রশিদ খান

 

বাবা, এখনো তোমার উপহার দেওয়া অনেক-অনেক বই

পড়া হয়নি আমার

উৎসাহে কিনেছি আরো কত

সাজানো রয়েছে থরে-থরে সেলফে

 

কত কবি

প্রাগ্রসর নগরচিন্তক

সৌন্দর্যের চুলচেরা বিশেস্নষক

ক্ষুরধার বুদ্ধির বণিক কত

থিসিস সম্পন্ন করা গভীর অধ্যাপকেরা

সরু চোখে

দেখে গেল এই গ্রন্থাগার :

 

যেন দুনিয়ায় আমি বড় প–ত হে…

 

এই বই ভা-ারের বাইরেও বিপুল জীবন আছে খরশান

সুখ-দুঃখের পরিক্রমায় :

এমন বলেনি তো আমাকে কেউ

 

নিজের লব্ধিতে আজ ভাবি :

বেঁচে থাকা নামের কলিঙ্গ যুদ্ধেও আধেক

রহস্য রয়েছে ঠিকঠাক গাঁথা

 

ওরাও লিখবে গ্রন্থ বিজয়ের পর ফিরে এসে…