কাছে থাকা, না-থাকা

ইকবাল হাসান

যতক্ষণ কাছাকাছি থাকি
শুধু ছাইভস্ম, দুপুরের কাক
ক্রমাগত উপেক্ষা দেখাও
যতক্ষণ কাছাকাছি থাকি
ধূলিকণা, গোধূলির শেষ আভা
ক্রমাগত উপেক্ষা দেখাও
নিজেই বুঝি না আমি –
এই আমি সেই আমি কিনা
কখনো কুকুর ভেবে
ভাতের ফ্যানের মতো ছুড়ে দাও ঘৃণা
যতক্ষণ কাছাকাছি থাকি
তোমার বোধের কাছে যেন অর্বাচীন
নিষ্পত্র বৃক্ষ এক, তুচ্ছ ডাস্টবিন

যতক্ষণ কাছাকাছি থাকি
ক্রমাগত উপেক্ষা দেখাও
শুধু দূরে চলে গেলে, কী আশ্চর্য
আমি যেন হয়ে উঠি অমূল্য রতন!