কাদামাটির বই

শ্যামলকান্তি দাশ

আমাকে দাও একটি-দুটি সুর
ভাঙা ঘাটের পুরনো সেই গান
শরৎকালের রৌদ্রছায়াগুলি
একলা বাড়ির ঈষৎ অভিমান।

আমাকে দাও ঘন শ্যামল লিখা
ভরে উঠুক মনপাগলের খাতা,
আমাকে দাও দিনান্তের ছবি –
হাটবারের শুকনো ফুলপাতা।

আমাকে দাও শুরুর শুরুটুকু,
অপরিসর সাঁকোর চলাচল,
আমাকে দাও আজীবনের মতো
চোখের কোণে ফোঁটা দুয়েক জল।

আমাকে দাও … কী আর আছে দেবে?
ছড়িয়ে আছে কথার পিঠে কথা,
একটি-দুটি এবার লিখে ফেলি –
এই যে প্রেম, এই যে আকুলতা!

আমাকে দাও কাদামাটির বই
দেশগাঁয়ের গভীর নীলাকাশ
অন্ধকারে সহসা চইচই –
বাড়ি ফিরুক এবার কালো হাঁস।