কাহার চুলের কাঁটা

দুখু বাঙাল

 

পাখিরা বাসায় ফিরে হাঁপ ছাড়ে, শেয়াল সেও স্বসিত্মর নিশ্বাস

তাড়া-খাওয়া কুকুরের মতো রোহিঙ্গা – রোহিঙ্গার কী?

প্যালেস্টাইনের আশালতা ঝুলে আছে ডালে ডালে মহাপৃথিবীর –

কখন যে পাখি-ডাকা-ভোর এসে গৃহময় ছড়াবে উলস্নাস

তাইওয়ানের স্বপ্নচারা উঁকি মারে প্রতিক্ষণ পথ চেয়ে চেয়ে

এই বুঝি বাল ছেঁড়া জাতিসংঘের সভ্য হলো ঘুচিল দুর্দিন

রক্তাক্ত কাশ্মিরে আশার শিরীষ দোলে­ ক্ষণে ক্ষণে –

তাহার আকাশজুড়ে একদিন সূর্যোদয় হবেই নিশ্চিত।

 

পাখিরা বাসায় ফিরে হাঁপ ছাড়ে, শেয়াল সেও স্বসিত্মর নিশ্বাস

দেশে দেশে অমঙ্গলের ঘূর্ণিদূত মানব-বর্জ্যের এই রহিল বা কী!

গ্রেটওয়ালের চেয়ে দীর্ঘতম বলিরেখায় ধন্য আজ রোসাঙ্গললাট

কাহার চুলের কাঁটা ট্যাঙ্ক হয়ে নেমে এলো রাখাইনপাড়ায়?

রোহিঙ্গার লিঙ্গের মস্তকে অন্ধ সব ভেটোদাত্রী কামিনী শরীর

নিরন্তর দৌড় আর জিব নিয়ে রোহিঙ্গাই জগতের বিশ্ব নাগরিক।