কী করে তোমাকে ভুলি

মাহবুব সাদিক

 

কী করে অধরা

গ্রহণশেষের আংটির মতো হীরে ঝলকানো

তোমাকে কী করে ভুলি?

নক্ষত্রের মতো তুমি শেষে দূরভুবনের কেউ!

 

তোমাকে খুঁজেছি সংগোপনেই কীর্তিনাশার তীরে

এখানে-ওখানে কোনাকানছিতে বুলিয়েছি শ্যেনচোখ

আকাশে-পাতালে খুঁজে গেছি নিরাময় –

হৃদয়ের ক্ষত হয়তো তাতেও ঢাকবে না কোনোমতে

নিরিবিলি ভোজ জুটবে না মাঝরাতে

নিরাশার খাতে স্থিরতর হতে দেবে না আমাকে কেউ;

 

তুমিও কখনো আড়ালে লুকিয়ে হাসো

তর্জনী নাড়ো যেন তুমি নারী  উদ্দাম উড়োচুলে –

এসব দেখেই বেড়েছে আবেগ

বাসনা জ্বেলেছে অভিভূত দীপশিখা

হৃদয়ে তবুও নীল ডুমোমাছি রক্তের ঘ্রাণ শোঁকে;

 

তবু মনে পড়ে – মনে পড়ে তবু

করাল কালের ফাঁদে-পড়া কারাগারে

গ্রহণশেষের আংটির মতো তোমার সে-রূপ

হীরে ঝলকানো – আবছায়াতলে ছায়ার আড়ালে

কী করে তোমাকে ভুলি?