কোথাও যদি একটু সুখ

দুলাল সরকার

 

কোথাও  যদি একটু সুখ দেখি লুফে নিই

মনের ভ্রমণের কোথাও একটু শ্বেতপাথর

তুলে এনে রাখি প্রতিশ্রম্নতি পালনের রূপরেখা

নিসন্তব্ধ গহন ভোর, পাখি সব করে রব

প্রজাপতি পাখা  মুখে ফোঁটা দুরূহ হাসির বোঁটা…

কৃষ্ণচূড়ার বিরল প্রতিচ্ছবি আঁকা

টুকরো টুকরো ঢেউ জলে দিঘির হাসি;

 

পথের উদাস রেখা তুলে এনে রাখি আউশপাতা

তুলসীপাতার ঘ্রাণ, ফল্গু নদীর তীরে ঘাসের ওপরে

একটু জিরিয়ে নেওয়া শুভ্র বাতাস;

 

হঠাৎ আলো হয়ে ওঠা তুমি…

কচুরির চকে দেখা সেই ভ্যানী সাদা বক ডানার প্রস্ত্ততি;

 

আহা, পটে বসা সূর্যাসেন্তর গলিত লাভায় লাল

নদীর জীবন, ‘হবে জয়’ এরকম গানে

সৌর স্বোপার্জিতার মুখে আধো আধো বুলি

জীবন রচনার ক্ষেত্রে শ্রমশীল জীবনবৃত্তান্ত

কোনো মগ্ন মাঠে গ্রন্থিত পাঠ কৃষাণের সুখবীজ

মনুষ্য বানানের কারুকাজ… পালটে যাবার সেই চিরায়ত

সত্য ও সুন্দরের মতো পথ তুলে এনে রাখি শ্রেষ্ঠ বদলগুলো।