কোনোকিছুই কোনোকিছু নয়

রবিউল হুসাইন

নিভৃতি আনে মধুরিমা বিপন্ন মনোভূমিতে
একটু অবহেলা অকূল সাগরে ডুবে যায়
দূরে আকাশ ঝুলে আছে শূন্যতার প্রামেত্ম
তবুও দৃশ্যমান অতলের কালে বিষণ্ণতা বিদায়

মেঘগুলো জলে ভরে গেলে মানুষ কী বলে
এখন বৃষ্টি পড়বে না কি মরুভূমি সাগর হবে
অতঃপর বজ্রপাতে ছিন্নভিন্ন হয় প্রিয় বিহবলে
আর কী হবে মানুষের মঙ্গলবিভা থিতু বৈভবে

কোনোকিছুই কোনোকিছু নয় খানিক ইঙ্গিতময়
যদিও সম্পূর্ণতা সবসময় পরিবর্তনের প্রস্ত্ততি
পরিস্থিতি নিবিড় চাষের বিনম্র আলিঙ্গনে ঘন হয়
সাধারণত অসাধারণত্ব কোনোদিন পায় না স্বীকৃতি

দুঃখ নিরানন্দ সর্বদা অদৃশ্যতার অবগুণ্ঠনে লুপ্ত
হাসি আনন্দ সুখ সব উদ্ভাসিত বৈপরীত্যে সুপ্ত