খররৌদ্রের করাতে

হাফিজ রশিদ খান

একটা গভীর আবলুস সিন্দুকে নজর বিদ্ধ হলো সকলের
ওখানে কঠিন সব আত্মীয়তার বন্ধন

মৌরুসির ধারা মেনে মমির মমত্বে ওই প্রাচীনকে
রেখে গেছে কারা কল্যাণের সমৃদ্ধ বরাতে
ওখানে লুকিয়ে আছে যেন তুমুল অরণ্যে বৃষ্টিময় রাতের সিম্ফনি
প্রাণদোলা কাব্যকথার কনক বিভা
মায়াহরিণীর শাণিত স্বাগত দৌড়ঝাঁপ
আর অগণন স্বপ্নে ভরপুর রুহের মাগফিরাত

ওটাকে সম্পূর্ণ খুলে দেবো খররৌদ্রের করাতে কেটে
কোলাহলমুখর লোকসমাজে …