খাঁচা

তমিজ উদদীন লোদী

খাঁচা থেকে উঁকি দিচ্ছে খাঁচার জীবন

হায় খাঁচা!

এ কেমন সীমাবদ্ধ, এ কেমন বাঁচা।

 

শাগালের চিত্রের মতন উল্টো হয়ে ঝুলে আছে সব

চারপাশে ইনফার্নো, জ্বলন্ত রৌরব।

কুঁজো হয়ে হেঁটে যাচ্ছে হ্যাঞ্চব্যাক

ছায়াদেহ, ছায়ার বিবেক।

 

গডোর প্রতীক্ষা নিয়ে বসে আছে শতাব্দীর চোখ

পড়ে আছে জীবাশ্মের স্তূপ, অলীক আলোক।

আসক্তির অনুরাগে ঊর্ধ্বগামী সব

উদ্বোধন হলো বুঝি কাটামু রোপণোৎসব!

 

পেছনে হাঁটছে দিন, পেছনে হাঁটছে রাত অবিরত

একটি পৃথিবী হবে ঠিক প্রাগৈতিহাসিক পৃথিবীর মতো।