খুলস্ননা

মোস্তফা তারিকুল আহসান

 

সমুদ্র তার ইচ্ছেমাফিক বৃষ্টি ঝরায়

এরকম মতের সাথে আমার সায় নেই

আমি জানি বৃষ্টিকে চাইতে হয় গভীর আততি দিয়ে

 

বৃষ্টি চেয়েছিল সনকা

বৃষ্টি চেয়েছিল খুলস্ননা

বৃষ্টি চেয়েছিল চাঁদসওদাগর

 

আমরা পরিবেশ আর বিজ্ঞান বিষয়ে

যা যা ব্যাখ্যা দিচ্ছি সব ভুল ভাবা যায়

 

গাছলতাপাতা পোকামাকড় আর মানুষ গভীরভাবে

চাইলেই সে আসে

ঘন কালো মেঘের সঞ্চার হয় আকাশে

আর বেহুলা নৌকা ভাসায়

ঈশ্বরী পাটুনি খেয়া পারাপার করে

আমরা তাকিয়ে থাকি আকাশ জুড়ে বৃষ্টিখেলার দিকে

 

এখন খুলনার আকাশে ধুমল বৃষ্টি

সাগর কি জানে এর সব রহস্য?