গোপন পাহাড়ের রাস্তায়

শিহাব সরকার

 

হাঁটতে হাঁটতে অবশেষে ওই পাহাড়ে

ওখানে মানুষেরা উঠতে ভুলে গেছে,

আমি কিন্তু আজ যাবোই ওখানে

চোরাপথে যাবো, যে-রাস্তায় মায়াঝোপ নেই।

 

নিষিদ্ধ পাহাড় দাঁড়িয়ে আছে জঙ্গলে

কেউ কেউ দেখে, অনেকে দেখে না

আমি কিন্তু বহু ভেবে নিশানা করেছি।

ওখানে রূপসীরা ঘোরে নাকি ডাইনি বেশে

ধেনোমদ উছলায় হাঁড়িতে হাঁড়িতে

ওরা জাদু টোনা ক’রে হাওয়ায়

মিলিয়ে দেয় তরুণের বিহবল শব।

 

এইসব গল্পগাছা শুনে যুগ কেটে গেল

পাহাড়ে উঠছি তো উঠছি, থামবো না

মানুষের ফসিলে লেগে পা কাটে, রক্ত ঝরে

আমার ভবিষ্যৎও জানি আমি।

 

রক্ত ঝ’রে ঝ’রে আমি হবো লাশ

পাহাড়ের গোপন রাস্তায় ফসিল ছড়ানো,

কে দেখে ফসিলের ধারে কবে কার পা কাটে

তবুও তো রক্তে ভেসে থাকে ঘাসবন।