গ্রন্থাগার-প্রাঙ্গণ…

মনিরুল আলম

 

নিমগাছটায় একটা দোয়েল বসে আছে –

তারপর – আরো একটা, অতঃপর ওরা দুজনে;

ওরা মাটিতে নেমে এলো;

সকালের খাবার খাবে তো তাই!

আমি ওদের মাটিতে নেমে আসা দেখলাম

যেন ওদের বাসা এখানেই –

ওদের বাচ্চারা, অপেক্ষা করছে – ওই যে-গাছটা;

ওদের বাসা ওখানেই;

গাছের ডালে-মরচেপড়া গাড়ি আর

কলতলায় শুকনো পানি।