ঘুমের বদলে

গৌরশংকর বন্দ্যোপাধ্যায়

 

কাল রাতে যে স্বপ্ন দেখেছিলাম

তার কথাই আজ ভোরে মনে পড়ে গেল

অনেকদিনের পর এরকম

স্বপ্ন কেন এলো

সে ভাবনাই ক্রমশ আমাকে

অন্ধকারে টেনে রাখে

 

একদিন যাদের নিয়ে আমার দিন কেটেছিল

তারাও ধীরে ধীরে

নিজেদের সরিয়ে নিয়ে ভেবেছে

একা একা নিজের মতো করে

জীবন পালটাবে

কারও মুখোমুখি দাঁড়িয়ে

বিপন্ন হওয়ার চেয়ে

একা একা তৈরি হওয়া

ঢের বেশি ভালো

 

কালরাতে এমন স্বপ্ন এসেছিল

ভেবে আজ

মনে মনে থাকবো জেগে ঘুমের বদলে