চতুর্দশপদী ২০১৫

কালীকৃষ্ণ গুহ

 

তমসাপারের গল্প তোমাকে বলেছি।

পাশে এসে দাঁড়িয়েছে বাউলসাধক –

তার গল্প, অবিশ্বাস্য, বলেছি তোমাকে

যদিও তা অবিশ্বাস্য নয় বাসত্মবিক।

ধীরে ধীরে শামত্ম হয়ে আসে বসবাস –

ট্রেন ছাড়ে, কিন্তু কোথায় তা যাবে কেউ

জানে না। তবুও ট্রেন ছেড়ে চলে যায়।

নিরম্নদ্দেশে যায় না কিছুই কোনোদিন।

 

তমালগাছের গল্প দিঘির নির্জনে

রাখা থাকে, একাকার, আকাশের নিচে

সূর্যের আশ্রয়ে, জ্যোৎসণায়, ঝড়জলে

হিমে ভিজে আত্মকথনের উপবাসে।

খেলার ভিতর থেকে জেগে ওঠে গাথা –

পাশাপাশি মনের মানুষ খোঁজা চলে।