চশমা

মাহবুব বারী

 

আমি সব সময়ই ভাবি চশমাটা কেমন!

তুমি যখন চশমায় অভ্যস্ত হয়ে ওঠো

তোমার স্বভাবের মতো,

তখন তুমি অন্তরঙ্গ হয়ে মিশে যাও চশমার ফ্রেমে

কিন্তু তুমি কি জানো তুমি কতটা দূরে দেখতে পাও?

 

আমি আরো ভাবি

চশমা আবিষ্কারের আগের কথা –

তখন কী হতো?

প্রত্যেকেই দেখত ভিন্ন ভিন্ন ভাবে

ভালো কিংবা মন্দ

দেখত সবকিছু আর দেখত এই পৃথিবীটাকে –

 

এখন চশমা সবার দৃষ্টিকে সমান করে দিয়েছে।