চাঁদ ও ঈশ্বরের গল্প

অভিজিৎ দাস

 

উন্মাদ অশরীরী ঘুরে বেড়াচ্ছে এক থেকে আরেক মহাবিশ্বে

তার পদক্ষেপে ছন্দ নেই, ছন্দ আছে, তুমি আমি গুনছি

এক দুই এক, দুই এক দুই।

 

সে বহুকাল আগের কথা, মানুষের গল্প, মানুষকে কেউ মানুষ বলেনি

নিজেই নিজেকে মানুষ বলেছে, আসলে তো মানুষ ওরা নয়।

দুপায়ের সেই জীবের গল্প, বহুকাল আগের সেই গল্প শোনো।

 

মানুষের গায়ে মানুষের গন্ধ, ওরা দুজন চাঁদ দেখছিল

তখনো চাঁদের বুড়ি বেঁচে, চাঁদ দেখতে তখনো লাগে না ট্যাক্স।

 

ওরা চাঁদ দেখছিল পৃথিবীতে দাঁড়িয়ে, উল্কা এসে পড়ল পায়ের কাছে

ওরা ঈশ্বর হলো। তোমার আমার মতন ওরা ‘ঈশ্বর’ হলো।

 

ওরা ঈশ্বর হলো, চাঁদের বুড়ি হাসল

চাঁদ তখনো বিক্রি হয়নি, বুড়ি তখনো হয়নি বাস্ত্তহারা।