চাবির বুকে মনের তালা

মুহম্মদ নূরুল হুদা

 

মনের খনন দেহের ঘরে, দেহের খনন মনে;

জীবন যখন আপন ঘরে আপন নির্বাসনে।

নতুন ডানা পেখম মেলে নতুন ঠিকানায়,

চুপসাঁতারু হাত-পাগুলো সাঁতার কেটে যায়।

ঘরের ভিতর ঘরসরোবর মনময়ূরীর বাস

আকাশঘরের নকশা অাঁকে অন্ধ অবিনাশ।

স্নানের ঘরে জলের ধারায় মনময়লা ভাসে,

পুড়তে পুড়তে উড়তে শিখি বিরহী সন্তাপে।

ও ময়ূরী, মেঘ দেখেই আর মেলো না ডানা

ডুবতে শেখো মনের ঘরে, উড়তে শেখা মানা।

দিচ্ছি হানা আপন ঘরে আপন অজানায়,

তালার দুঃখে দাঁড়িয়ে আছি চাবির ভরসায়।

চাবির বুকে মনের তালা, বদ্ধ দেহের দ্বার

ঘরের ভিতর ঘর বেঁধেছে ঘরের হাহাকার।