চিতই পিঠার নৃত্য

শামসুল ফয়েজ

 

সাদা চাল গুঁড়া মাটির ডহির ভিতরের

ফুটন্ত পানির তাপে জমে তৈরি হলো

কবোষ্ণ চিতই পিঠা।

মালগুদামের বস্তির উদাম মেয়েটি

চিতই পিঠাটি দুই হাতে ধরে

মাথার উপরে তুলে

দারুণ খুশিতে নাচে।

ভরতনাট্যম-কথাকলি-মণিপুরি

কোনো ছকে মেয়েটির নাচটি পড়ে না।

যেন চাটাই-বিছানো ধান শুকানোর লেপাপোছা

রোদ-ছড়ানো উঠানে নাচে

উৎফুলস্ন খঞ্জনা।

যেন ‘কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া’।

ওই নাচ কপি করতে পারলে

সার্থক হতেন নৃত্যগুরু বিরজু মহারাজ।