চুম্বক-পরিধি

রোকসানা আফরীন

 

যদি এভাবেই ছিন্ন-পাতার আগুনে পোড়াও পৃথিবী

যদি এভাবেই আততায়ী সময়

নিয়ে যায় নক্ষত্র-মদির রাতে

যদি কখনো ফিরে আসি আবারো

তোমার আঙিনায়, যমুনা-নদী-তীরে

তবে তোমাকেও হতে হবে শব্দ-জুয়াড়ি

খেলোয়াড় অথবা খিলাড়ি।

 

অজস্র জন্ম শুধু পথে পথে বিফলে কেটেছে

অজস্র জন্ম শুধু ক্লান্তিহীন হেঁটে গেছি

পৃথিবীর পথে

ঈশ্বরের বাগানে আমি এসেছি বারবার

ফিরে গেছি বারবার কুসুম ফোটার দিনে

বসন্ত-বাতাস আমাকে উড়িয়েছে

অন্ধ-ঘূর্ণির স্রোতে, জলজ-আগুনে…

 

আমি কার, কে আমার

এই কথা কারে বলি, কে আছে আর শোনার

এই তরঙ্গিত-উন্মাদ-চুম্বক-পরিধিতে…