চোখ

বিমল গুহ

আগুন দগ্ধ করে – পৃথিবীর যাবতীয় ঘাম

         শুষ্ককাঠ মরাদেহ

         বস্ত্তব্যাধি জটিল হৃদয়

         শীর্ণকায় ছায়াপথ বইপত্র

         পুরানো ঠিকানা।

মানুষের সম্বন্ধ সুখ্যাতি লোভ হিংসা ভয়

আগুনে পোড়ে না!

উড়োমেঘ ছায়া ফেলে মানুষের চোখে

দিনভর, এই চোখ –

        দেখে দগ্ধ পৃথিবীর রূপ পূর্বাপর

        দেখে নীলছায়া

        দেখে যাপিত জীবন মানুষের।

মানুষের চোখ তবু

আকাশের মতোন সর্বগ হয় না কখনো,  এই চোখ সর্বাংশে খন্ডিত আকাশ।