ছন্দবিষয়ক

মাহমুদ কামাল

ভেঙে পড়ে নাকি ভাঙে কৌশল স্থিতাবস্থাকে

সার্বভৌম ছন্দ তবু দ্রুত আপনাকে

অধিকারে আনে সকল মহিমা ঘুচিয়ে দ্বন্দ্ব

পারক্যবোধে চলনে-বলনে নিপুণ ছন্দ

ভরা নদী দ্রুত বয়ে চলে তার স্রোতের টানে

ঢেউ এর ছন্দ তথাকথিতরা কতটুকু জানে

ছন্দকে আমি শাসন করেছি প্রবল প্রভাবে

যতই বন্দি ছন্দহীনতা যাদের স্বভাবে

মিথুন মুদ্রা মুগ্ধনিচয়ে মুগ্ধচিত্তে

তোমার শেকড় আষ্টেপৃষ্ঠে মাত্রাবৃত্তে

চঞ্চলতায় তুমি আনন্দ গতি ও প্রগতি

প্রাণপ্রাচুর্যে সামসাময়িকের কীইবা ক্ষতি

কে রোখে তোমায় পরিকীর্ণ কূটকৌশলে

শাশ্বত শেকড় স্বতঃস্ফূর্তের পারম্পর্য

ছন্দহীনতা অবিষাদ হলে সেসব বর্জ্য