ছাই জমা হোক

মাহমুদ কামাল

 

তবু কিছু ছাই জমা হোক

ছাইচাপা ক্রোধ থেকে

যতই অবজ্ঞা করে বলে ওঠো – দূরছাই

ছাইভস্ম থেকে দ্রুত উঁকি দিতে পারে

একতিল সোনা।

কাঠে যদি ঘুণ ধরে যায়

তাকে পুড়ে ছাই করা ভালো

কাগজকুচির যত মূল্যহীন লেখা

দূরছাই বলার আগেই

সন্দীপন করা ভালো

যদি সেই ছাইভস্ম থেকে

উঁকি দেয় আলো

ছাইচাপা ক্রোধের দহনে

মিলে যেতে পারে সোনাদানা

তাই কিছু ছাই জমা হোক।