ছায়ালোক-৩

সৌভিক রেজা

 

বেগুনি জারম্নল; এবার আর জারম্নলের কোনো গল্প নেই। যেন এক

বরফযুগ। আর আমাদের নদীগুলো দুঃখ-অভিমুখী। কথাগুলো

শুধু হেনাদিকেই বলি। বলি যে চারদিকে অন্ধকার। সবার হাত-চোখ-মুখ

অন্ধকারে অন্ধকার হয়ে ওঠে। শুকনো ডালপালায় আগুন আর

আগুন থেকে যে ধোঁয়া, তাতে নিজের ছায়াও ক্রমে-ক্রমে অন্ধকারে

হারিয়ে যায়।