ছিল

রফিক আজাদ

 

বৃক্ষ ছিল                          পাতারা সবুজ;

পাখি ছিল                         ডানায় সুনীল;

কণ্ঠ ছিল                          মোহন মদির;

আকাশগঙ্গায় ভাসা

সুর ছিল সুমন্দ্র মধুর!

নদী ছিল                          জল অমলিন;

নৌকা ছিল                       শব্দ ছলচ্ছল;

গ্রাম ছিল                          সুখদ মুখর;

পরিচ্ছন্ন দুই পাড়ে

বারো মাস উৎসবের ধুম!

 

কচুরিপানার ফুল

মোহাম্মদ রফিক

 

যেয়ো না নদীর পাড়ে

তুমিও কচুরিপানা বনে যাবে,

 

জলেতে তোমার ছায়া দেখে

স্রোত কিন্তু তড়পাবে আবেগে,

 

তোমাকে জড়িয়ে টেনে নেবে

ধাবমান ঢেউ থেকে ঢেউয়ে,

 

অসহায়, চেয়ে দেখবে খাবি খায়

পুষ্পবৃন্ত সারা গাঙ জুড়ে,

 

কে যেন দাঁড়িয়ে ঠায় নায়ের গলুইয়ে

শূন্য চোখে আলেয়ার মরীচিকা

 

ভেদ করে যতদূর দৃষ্টি যায়,

কে বা বলবে তাকে আজ,

 

আমারে নেবে না মাঝি সাগর অবধি,

পাটাতন ভিজে ওঠে জলে!

Published :


Comments

Leave a Reply