জন্মদিনে

গৌতম হাজরা

 

ছুড়ে দিচ্ছি লাল আলো

তুই লুফে নে

লুফে নে, কারণ ট্রাফিক সিগন্যাল

পালটে গেলেই সব

একাকার

ধাক্কাধাক্কি, রক্তারক্তি

ভিড়-ভাংচুরে, দৃশ্যে

কোথাকার জল কোথায় দাঁড়াবে

কে জানে!

 

পৃথিবীতে আজ আশ্চর্য স্রোত

অথচ কোনো প্রতিধ্বনি নেই

ভিজে আকাশ, মেঘের

ফাটলে রোদ

শূন্যতা মুখ দেখে

তোমার আমার

 

তাই তোর জন্মদিনে

ভাবছি

ভোররাত্রে যদি বৃষ্টি হয়

 

অপলক সুচে হবো এফোঁড়-ওফোঁড়!