জবানবন্দি

প্রদীপ আচার্য

 

কোথায় যাই তা বড় কথা নয়

যদি জন্নত ভুলে জাহান্নমেই যাই

আমি সেখানেও তো আছি।

 

কী পাই তা বড় কথা নয়

যদি কেউ অঞ্জলিতে আগুন ঢেলে দেয়

আমি আগুনপানের শর্ত নিয়েই বাঁচি।

 

কী নিলাম তা বড় কথা নয়

যদি কোনো পদ্মপুকুরে শালুক খুঁজে পাই

আমি তুড়ি-আনন্দে নাচি।

 

কী দিলাম তা বড় কথা নয়

যদি হৃৎপি-টাই তার হাতে তুলে দিই

আমি বেহেসেত্মই আছি।