জারুল : ১৯৫৮

সৌভিক রেজা

এতোদিন পরে এসে জারুল তোমার ছায়া, ক্যামন-একটা

মায়া ধরিয়ে দিয়ে নদীতে সাঁতার কেটে ভেসে

গেলে দূরে, তুলসীগঙ্গার বুকে; আমার শুধু একা বসে

থাকা, একা-একা বসে থাকা, একাই বসে

থাকা; বিচিত্র কোনো বাসনা নেই, নেই কোনো তুচ্ছ

বীতরাগ; শুধু অন্ধ-চোখ নিয়ে শুনি প্রতিধ্বনি, তুলসীগঙ্গার

স্রোতের প্রতিধ্বনি; হে ধ্বনি-প্রতিধ্বনি থাকতো

যদি একটু অলস-মায়া, ভালো লাগতো তা-ও…