জীবন আমার

রাতুল দেববর্মণ

রুমাল চুরির খেলার সময়

কিশোর বয়স, কীর্তিগাথা নেশায় ভ্রমণ,

জল থইথই পাখি ভাসে অতল জলে

জলের ভিতর তোমায় ভাঙি জলের ঢলে,

আবার ফিরি স্বাধীন হাওয়ায়

আবার ফিরি সাইট্যা চালের ভালোবাসায়,

বুকের ভেতর আউলা ঝংকার

উথাল-পাথাল হেই-হুই ওই নৌকা যায়

আমার আবার ফিরে আসা

পুকুরপাড়ের বাঁশের ঝোপে টিলার গায়ে;

 

তবু ডাকে এখনো ডাকে

অহংকারী রাতের চাঁদ

ঝিলিক মারে ঘুমের ভিতর

– স্বপ্ন বিভাব

 

আউলা-বাউলা জীবন আমার

কুড়িয়ে দেখি-পুড়িয়ে দেখি

কেউ ডাকে না কেউ দেখে না

 

ঘরের বাইরেই জীবন আমার