জীবন আসলে এরকমই

শামস আল মমীন

পাহাড় কখনো নিজের জায়গা থেকে সরে

দাঁড়ায় না, তবু নির্বাক আকাশ তাকে ছায়া দেয়,

পানি দেয়, আলো দেয়; এভাবেই

ওরা ভালোবাসে পরস্পরে, কোনো কোনো নারী

ভালোবাসে পাহাড়কে, ভালোবাসে

ওদের সুঠাম দেহ আর দৃঢ় প্রত্যয়কে। সীমামেত্ম হঠাৎ

বিস্ফোরণ হলে কেউ কেউ ভয় পায়; কেউ

ভয় পায় আরো গভীর সমুদ্রে?

 

রাতের চুম্বনগুলো

সকাল হতে না হতেই কী করে মুছে যায়!

জীবন আসলে এরকমই; কী সহজ, এবং রহস্যময়!