জীবন এরকমই

রবিউল হুসাইন

চারিদিকে হইচই নিঃশব্দতা দরকার
প্রচন্ড শব্দ করে চুপ্ বলতেই পলকে
হুড়মুড় করে সুনসান অলক্ষে
নির্জনতা এসে দেখা দেয় যদিও
সবাই উপস্থিত ছিল তখনো

অদূরে দূরত্ব দাঁড়িয়ে ছিল
নৈকট্য বহু দূরে ঝাপসা চোখে
কাছে ডাকে দূরত্ব কাছে আসে
নিকট নিকটে আসে না কখনো
দূরই কাছে নিকট ধরা দেয় না

দুটি চোখ পাশাপাশি
মিলেমিশে একটি হয় না তারা
কোনোদিন কেউ নিজেকে দেখে না
আয়নায় সে তো উলটো করে দেখা
ও দেখা তো ঠিক দেখা নয়

নিজেকে দেখতেও পাবে না কোনোদিন
শরীরের বাইরে গেলে তবে
চোখ দুটি এক হবে
তবে হবে দেখা ঠিকই
ততদিন পাশাপাশি কাছাকাছি
মিলবে না মিশবে না
জীবন এরকমই