জ্বেলে রাখি অন্ধকার

ফারুক মাহমুদ

 

জ্বেলে রাখি অন্ধকার। আলো আসবে। এসো প্রতিশ্রুতি

প্রাণের সংকেত শুনি প্রতীক্ষার কাছে

তৃপ্তি তবে দূরে থাক। সময়ের ছদ্ম নির্ভরতা

নয় সে উল্লাসধ্বনি। স্মৃতি জেগে আছে

 

যথেষ্ট সামান্য হোক – তার পরও আলোফোয়ারায়

নানা বর্ণ সবুজের শুভজন্ম হাসে

চিরায়ত শব্দটি যে ‘প্রেম’ কে না-মানে বলো

মানুষ ‘মানুষ’ পেলে আজো ভালোবাসে

 

পাঠ করো অন্ধকার। জেগে থাকো অাঁধারের পাশে

জানাটা জরুরি নয় – কত পুণ্যে পাপ

ধুয়ে মুছে হবে শেষ। শুধু এই শক্ত সমতল

আর চাই কণ্ঠ ভরে স্রোতের সংলাপ