টাইম স্কোয়ার

কাইয়ুম চৌধুরী

এখানে কোনোদিন
নামবে না রাত, কথোপকথনে
নিউপোর্ট ব্লুজে সুরের মাতলামো –
আলো আর আলো
জ্বলছে নিভছে
আলোকিত অন্ধকার
স্কাইস্ক্রেপার।

ঝলসানো দেয়ালে চিত্রময়
বিপণন, দীর্ঘ হ্রস্ব নৃত্যছন্দে
টাইপোগ্রাফির যত্ত খেলা
ছুটছে গাইছে
কখনো জড়িয়ে ভোগের মেলা।

বিচিত্র পোশাকে
তরুণ তরুণী
কেমন মানায় –
হটপ্যান্ট কিংবা কাঁচুলি
নাভিমূলে সুগন্ধ ছড়ায়।
আইসক্রিম মিলায় ঠোঁটে
খুঁজে ফেরে অন্ধিসন্ধি
জেসমিন জুঁই –
নানা ভাষাভাষী
বিদেশবিভুঁই।

খেলুড়ে দুজন ডিগবাজি খায়
দুইপা ঊর্ধ্বে

দুই হাতে ধায় –
সশব্দে হাততালি
ঝনাৎকারে পূর্ণথালি।
ব্রডওয়ের নতুন নাটক
কিশোর হকার,
শঙ্কাকুল জীবন যার –
বহু রজনীতে মঞ্চপূর্ণ
রঞ্জিত ওষ্ঠে
গেলাসে চুমুক বরফচূর্ণ।

হট চিলি সস
মুখে ফ্রেঞ্চ ফ্রাই
ঠোঁটে ঠোঁট মুখে হাসি
এগেন লেট আস ট্রাই।
অ্যাম্বুলেন্সের তীব্র হুইসেল
ভাঙে জারিজুরি
স্বাস্থ্যের হুশিয়ারি –
চলমান নিওনে শেষ সংবাদ
পূর্ব আমেরিকায় প্রচণ্ড ঝড়
লণ্ডভণ্ড বাড়িঘর, শস্য আবাদ।
অন্ধকারে ডুবে যায়
উচ্ছল জীবন –
মুঠোয় ধরে থাকা কিশোরীস্তন।

হঠাৎ উল্লাস আত্মদর্শনে
সমুখে আলোকিত বিশাল দর্পণে।
বাজে কনসার্ট, হুল্লোড় চিৎকার
গড়ানো রাত, ভেসে চলে
টাইম স্কোয়ার ॥