টেলিপ্যাথি

রোকসানা আফরীন

 

ওপারে তোমার নৌভ্রমণের অলৌকিক ইস্টিমার

এপারে আমি নগ্ন শুয়ে আছি

যেন মৌমাছি

তুমি গাছ হতে চেয়েছো বলেই

এই মনে মনে কথা বলা

মনে মনে ছুঁয়ে যাওয়া

আমাদের পরাবাস্তব প্রেমগুলো

এভাবেই ডানা মেলে কুয়াশায় –

 

মনে করো, বিশ্বব্রহ্মা- ঘিরে

যে ঘূর্ণিত তন্ত্রজাল-মন্ত্রজাল,

মহাকর্ষ টান, বস্ন্যাকহোল

মহাকাশের অতীন্দ্রিয়-ভুবন, চরাচর

সব শূন্য হয়ে যাবে

যদি মৃত্যু এসে হাত ধরে ডাকে

বলে – আয় মুসাফির, আয় –

চলে আয় আমাদের

ত্রিমাত্রিক জাদুর জগতে

গানের টানেল থেকে,

নভোম-ল থেকে, ভ্রূণ থেকে

কথা বল, কথা বল, কথা বল

কথা বল আত্মায় আত্মায়

না-বলা ভাষায়

ইথারের জাদুকরী টানে

ভাবা যাক শেষ পর্যন্ত টেলিপ্যাথি

দিয়েই তৈরি হবে

আমাদের আত্মার সুর,

অপার্থিব প্রেমসংবেদনা,

আর মনোযোগাযোগ –