ডুয়েট অন্তর

রাজু আলীম

 

 

এখন বিমান চোখ উড়ে যায় হেলিপোর্ট বাড়ি

রোমান্স রাতের আহবানে ডাকে পরিণীতা নারী।

 

রূপসি আনন্দ প্রাণে দোলা দেয় অলৌকিক সুখ

হাত পেতে চাই প্রেম-প্রিয়তমা নেচে উঠে বুক।

 

ফ্লায়িং আশাগুলো সব পোস্ট অফিসে অন্ধকার

ভয়ার্ত বিড়ালী কাঁদে মধ্যরাতে সুরমন্ত্রকার।

 

সুপারসনিক লাফ দিয়ে যাবো প্রেম সীমান্তর

ভবিষ্যৎ বীজ বোনে আমাদের ডুয়েট অন্তর।

 

মুরুবিবর গাড়ি চড়ে যাই ধার্মিকের বাড়ি আমি

বাড়ি যাই লঞ্চে করে, অলৌকিক ঘ্রাণে যৌনগামী।

 

কোকিল জোছনায় পায়ে পায় হাঁটি আমরা দুজন

ফরজ স্নানের জন্য কীর্তিনাশা হয় প্রয়োজন।

 

কাব্যের অন্দরে তাপ অভ্যন্তরে ইলেকট্রিক ধোঁয়া

দরোজা-জানালা খোলা, চাই ছোঁয়া, হৃদয়ে মোয়া।