তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭

সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যচর্চা এবং সাধনাকে গতিশীল করবার উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। পুরস্কারপ্রাপ্ত লেখকদের এক লাখ টাকা করে প্রদান করা হয়ে থাকে। এ পর্যন্ত ৩৯ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন।
আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দশমবারের মতো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলম সম্পাদকমণ্ডলীর সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সম্মানীয় অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক মার্টিন কেম্পশেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক, শিল্প-সমালোচক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানশেষে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন শিল্পী লাইসা আহমেদ লিসা।

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
বিকেল ৫টা
প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা