তিউনিশিয়ায়

অলোকরঞ্জন দাশগুপ্ত

এ-যাত্রায় সঙ্গ দিয়েছিল

এক পশলা দাম্পত্য কলহ

মিটে গেছে তাদের ভিতরে;

অন্যদিকে, তিউনিশিয়ায়,

যেখানে রয়েছি, সেইখানে

আরব চৈতালি জন্ম নিয়ে

ক্ষয়ে গেছে, একটু আগেই

দুই ভাই অকথ্য ভাষায়

এ ওকে লাঞ্ছিত করে শেষে

হননের প্রতিশ্রম্নতি দিয়ে

কোথায় যে গেল; এইবার

এসব ঘটনা দুই দিকে

মার্জিনের মতো রেখে দিয়ে

কবিতা লিখার অবকাশ

উঠে এলো, রচয়িতা জানে

সে আসলে ভাষামৈত্রী নিয়ে

মেতে আছে, অনুমান করি

এবারের এই কবিতায়

থেকে যাবে আরেক যাত্রীর

মক্কা থেকে মদিনার পথে

কবিতার তরতাজা তর্জমা।