তিনটি কবিতা

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

১. তোমার শরীর

তোমার ঠোঁটের জন্য আমার তৃষ্ণা
তোমার চিকন বুকের জন্য আমার হাহাকার

তোমার শরীর আমাকেই গুছিয়ে দিতে হয়।

২. পুরাকালে যেমন হতো

পুরাকালে যেমন হতো :
তোমাকে আমার জন্য বিশেষভাবে রেখেছি

যুদ্ধে আমার জয় হয়েছে

একত্রে দুর্গ থেকে সূর্যাস্ত দেখি,
দেখি
পাহাড়গুলি তিনদিকে দৌড় দিচ্ছে।
৩. ঈশ্বর নিজেই একা
ঈশ্বর নিজেই একা। ঈশ্বর চূড়ান্ত নিঃসঙ্গ।
আমি নিঃসঙ্গ ঈশ্বরকে ভালোবাসি।