তিনটি কবিতা

মারুফুল ইসলাম

 

কুতুবমিনার, দিল্লি

পাথরে উৎকীর্ণ নাম দেখে জুড়োই দুচোখ

ভুলে যাই মাটির মহিমা

তাই কি এখানে এসে দাঁড়াই সন্তাপে

মুঠোর বাগানটুকু বাড়াই সমুখে…

 

জয়পুর, রাজস্থান

 

জয় নয়, পরাজয় নয়

এখানে কেবল কথা কয় ইতিহাস

পরাক্রান্ত পানপাত্রে তরল সাম্রাজ্য

বালির বিস্তারে বাড়ে দিনান্তের অন্ধকার

 

আট দিগন্তের দূরত্বে তোমাকে

খুঁজে খুঁজে অবশেষে

একবার চোখ রাখি গ্রন্থিত পৃষ্ঠায়

আরেকবার নয়ন মেলি চিত্রিত নিসর্গে

 

মুদ্রিত অক্ষর হয়তো-বা কিছু বলে

হয়তো-বা বলে না কিছুই!

 

সাওয়াই মাধোপুর, রাজস্থান

 

কানামাছি খেলাশেষে

কাহিনি হারিয়ে যায়, গল্পও ফুরোয়

দুর্বিষহ দাবদাহে বাতাস গুটোয় ডানা

অভয়ারণ্যের প্রান্ত ছুঁয়ে

 

ক্লান্ত গাছেরা জঙ্গলে জেগে থাকে তবু

আর পরিশ্রান্ত বাঘেরা ঝিমোয়

পাহাড়ে পায়ের ছাপ জনান্তিকে

মুছে যায় ক্রমাগত

জন্মান্ধ জনপদে নিঃসঙ্গ মনস্তাপে

মিছিমিছি কাটাই প্রহর

 

জলের কুমির নয়

বকের ঠোঁটের পুঁটি কেড়ে নেয়

বাণিজ্যের থাবা

হায়! আজকাল এ-বিদ্যাটাকেও

আমরা বিজ্ঞান বলে ডাকি!