তিনটি কবিতা

জিনাত জাহান খান

দ্বিধা

 

আসমান থেকে নেমে আসা মেঘ-সিঁড়ি

দ্বিধা ভারাতুর পায়ে, সে কী ভেঙেছিল?

 

দিঘির শালুকে একা কাঁপছে সময় –

কাঁপছে ক্ষনেক জল, চোখের পাতায়।

 

মনে নেই, হাতে হাত রেখেছিল কিনা

রেখেছিল কিনা মন মনের ভেতরে।

 

 

হুইসেল

 

অদ্ভুত সুন্দর এক শাদা কাগজ!

পৃষ্ঠা জুড়ে আঁকা অসংখ্য চুল্লি­, প্যারেড তালে

বেরিয়ে আসছে গনগনে আগুন…

 

তোমার ড্রিল টিচারের আজ

অনেক অসুখ, হুইসেল জানে

 

 

আমার ভালো লাগে

 

আমাদের বাড়ির সামনে একটা জলাশয় আছে

সেখানে রোজ অনেক হাঁস খেলা করে

আমার ভালো লাগে;

আমাদের বাড়ির সামনে জলাশয়ে

রাত হলে চাঁদ দোল খায়

আমার ভালো লাগে;

খুব বেশি জ্যোৎস্না উঠলে, জলের রং পালটে যায়

আর মাছেরা ডুব দিলে, পদ্ম ফুটে ওঠে

 

পৃথিবীর সব পদ্ম এখানে ফোটে…